গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এক হুজি নেতার মৃত্যু হয়েছে। নিহত ইয়াহিয়া (৬৩) সিলেটের কানাইঘাট থানার পর্বতপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তাঁর বিরুদ্ধে ৯টি মামলা ছিল। এসব মামলার মধ্যে একটির রায়ে মৃত্যুদণ্ড এবং রমনা বটমূলে হামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন হাফেজ ইয়াহিয়া।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ ীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান জানান, গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অজ্ঞান হয়ে পড়ে যান হাফেজ মাওলানা ইয়াহিয়া। তাঁকে দ্রুত কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যঅল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, ইয়াহিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
মন্তব্য