kalerkantho

মঙ্গলবার । ১২ ফাল্গুন ১৪২৬ । ২৫ ফেব্রুয়ারি ২০২০। ৩০ জমাদিউস সানি ১৪৪১

নারায়ণগঞ্জে বস্তিতে অগ্নিকাণ্ড

১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৪ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জ জেলা কারাগার ও জেলা রেজিস্ট্রি অফিসের মাঝখানে সিএনজি পাম্পসংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মুনছুর নামে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি। গতকাল শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় গিয়ে তিনি অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ থেকে জানা গেছে, ফতুল্লার কায়েমপুর এলাকার রফিক ভেন্ডরের ক্রয়কৃত একটি জমি রয়েছে। এর ঠিক সামনেই সরকারি জমিতে বস্তিটি গড়ে উঠেছে। সরকারি ওই জমি দখলে নিতেই ৩১ জুলাই দুপুরে রফিক ভেন্ডর ১০-১২ জন সহযোগী নিয়ে ওই বস্তিতে আসেন এবং লোকজনকে বস্তি থেকে চলে যেতে হুমকি দেন। বস্তি না ছাড়লে আগুন দিয়ে সবাইকে পুড়িয়ে মারা হবে বলেও সে সময় তিনি হুমকি দেন। এ হুমকির তিন দিনের মাথায় গত বৃহস্পতিবার রাতে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫০টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।

নিজের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের বিষয়ে রফিক ভেন্ডর বলেন, ‘বস্তির পেছনে আরো অন্তত ২৫ জন জমির মালিক রয়েছে।

 

 

মন্তব্যসাতদিনের সেরা