kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

ডিএমপির ঊর্ধ্বতন চার কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক   

৪ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপি সদর দপ্তর থেকে পৃথক দুটি অফিস আদেশে এ বদলি করা হয়।  

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বদলি করা কর্মকর্তাদের মধ্যে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপপুলিশ কমিশনার মোছা. ফরিদা ইয়াসমিনকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে, উপপুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিনকে প্রটেকশন বিভাগে ও প্রটেকশন বিভাগের উপপুলিশ কমিশনার হামিদা পারভীনকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান মনিরকে প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

 

মন্তব্যসাতদিনের সেরা