kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

ঈশ্বরগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

৪ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামে আব্দুল কাদির (৫০) নামের এক ব্যক্তি ভাইয়ের হাতে খুন হয়েছেন। অভিযোগ উঠেছে, তাঁর ছোট ভাই আবুল কাশেম গতকাল শনিবার সকালে সুপারিগাছের ফালি দিয়ে উপর্যুপরি পিটালে আব্দুল কাদির অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. শাহজাহান জানান, গতকাল সকালে বাড়ির উঠানে বসে বেতের কাজ করছিলেন তাঁর বাবা। এ সময় তাঁর চাচা (নিহতের ভাই) নিজের মেয়ে শাফলা বেগমকে একটি তুচ্ছ ঘটনা নিয়ে গালাগালসহ মারপিট করছিলেন। এ ঘটনার প্রতিবাদ করে তাঁর বাবা এগিয়ে গিয়ে ধমক দেন। এর জেরে চাচা কাশেম ও চাচি নাজমা বেগম তাঁর বাবার ওপর হামলা চালান। একপর্যায়ে চাচা কাশেম সুপারিগাছের একটি ফালি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী আমেনা বেগম বলেন, ‘আমার স্বামীর কোনো দোষ ছিল না। বিনা দোষে জামাই-বউ মিইল্যা পিডাইয়া মারছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবির বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে খুনের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত ভাই ও ভাবিকে গ্রেপ্তারের চেষ্টা এবং মামলার প্রস্তুতি চলছে।’

 

 

মন্তব্যসাতদিনের সেরা