ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে ‘বাংলাদেশ আদিবাসী ফোরাম’। গতকাল শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে ফোরামের নেতারা আশা প্রকাশ করেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে অবিলম্বে রাষ্ট্রের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হবে।
‘আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০১৯’ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এ সংবাদ সম্মেলন করা হয়। তাতে মূল বক্তব্য উপস্থাপন করেন ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস হলেও ঈদের কারণে ৫ আগস্ট মূল অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ছাড়াও শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। এ ছাড়া ৪ আগস্ট সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের উদ্যোগে হবে আলোচনাসভা। ৭ আগস্ট রাজধানীর ডাব্লিউভিএ মিলনায়তনে সেমিনার হবে আদিবাসী নারী নেটওয়ার্ক ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে।
মন্তব্য