kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

বখাটেপনার প্রতিবাদ

সিলেটে ভাই-বোন ছুরিকাহত

সিলেট অফিস   

৪ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটে বখাটেপনার প্রতিবাদ করায় ভাই-বোনকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট শহরতলির খাদিমপাড়া ইউনিয়নের শাহপরান এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন শাহপরান এলাকার সুবর্ণা বেগম (৩০) ও তাঁর ভাই মিঠুন আহমদ (২০)।

জানা গেছে, শাহপরান এলাকায় মিঠুনের দোকানের সামনে বসে নিয়মিত স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় এনাম মিয়াসহ কয়েকজন যুবক। এর প্রতিবাদ করেন মিঠুন ও তাঁর ভাই জাহিদ। এর জের ধরে শুক্রবার জাহিদকে একা পেয়ে মারধর করেন এনাম।

 

মন্তব্যসাতদিনের সেরা