kalerkantho

মঙ্গলবার । ১২ ফাল্গুন ১৪২৬ । ২৫ ফেব্রুয়ারি ২০২০। ৩০ জমাদিউস সানি ১৪৪১

নারায়ণগঞ্জে বস্তিতে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৩ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জে জেলা পরিষদ কার্যালয়ের পাশে অবৈধভাবে গড়ে ওঠা একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০টি ঘর পুড়ে গেছে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো বস্তিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশনের সাতটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। জলাধারের ওপর ভাসমান অবস্থায় গড়ে ওঠা এ বস্তিতে বেশ কয়েকটি দোকান, ঝুটের গুদাম ও ঘরবাড়িসহ প্রায় ৭০টি স্থাপনা পুড়ে গেছে বলে জানিয়েছে বস্তিবাসীরা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

মন্তব্যসাতদিনের সেরা