kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

আশুলিয়ায় পাথরভর্তি ট্রাকে ফেনসিডিল তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

৩ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাভার উপজেলার আশুলিয়ায় একটি পাথরভর্তি ট্রাক থেকে প্রায় ২০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব-৪। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন মো. আজাদুল ইসলাম, মো. আইয়ুব আলী ও মো. মর্তুজা।

র‌্যাব কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে র‌্যাব বাইপাইল বাসস্ট্যান্ড সংলগ্ন নাভানা ফিলিং স্টেশনের পাশে অভিযান চালায়। সেখানে পাথরভর্তি একটি ট্রাক থেকে প্রায় ২০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় মাদক কারবারিদের আটক করা হয়।

 

মন্তব্য