kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

ডিএনসিসি মেয়র

দু-এক দিনের মধ্যে মশার ওষুধের নমুনা আসবে

নিজস্ব প্রতিবেদক   

৩ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদু-এক দিনের মধ্যে বিদেশ থেকে মশার ওষুধ পৌঁছাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি)। এর নমুনা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষার পর ফল সন্তোষজনক হলে তা কাজে লাগানো হবে। গতকাল শুক্রবার রাজধানীর উত্তরায় হাবিবুল্লাহ বাহার কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এক কর্মসূচিতে এসব কথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ কর্মসূচি আয়োজনে ডিএনসিসিকে সহযোগিতা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

মেয়র বলেন, ‘সরাসরি মশার ওষুধ কিনতে সিটি করপোরেশনের কোনো বাধা নেই। কার্যকর ওষুধ আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দু-এক দিনের মধ্যে নতুন ওষুধের নমুনা ডিএনসিসিতে আসবে।’

ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত কর্মসূচির ব্যাপারে ডিএনসিসি চিন্তা করছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘এডিস মশা নির্মূলে ডিএনসিসির সব কয়টি ওয়ার্ডকে ১০টি অঞ্চলে ভাগ করা হয়েছে। সংস্থাটির আওতাধীন ৫৪টি ওয়ার্ডে আগামী সোমবার থেকে ডিএনসিসি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একযোগে কাজ করবে। যুব উন্নয়ন অধিদপ্তরের ৬০০ যুবা ঢাকা উত্তর সিটি করপোরেশনে কাজ করবে।’

মেয়র জানান, নির্মাণাধীন কোনো ভবনে মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা ও অন্যান্য শাস্তি দেওয়া হবে। 

ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠানে যুব ও ক্রীড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেল, মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য