kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

নাগরপুরে মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা, বাবা আটক

টাঙ্গাইল প্রতিনিধি   

৩ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগে তার বাবাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কাশাদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মাসুদ মিয়া (২০)। তাঁর বাবা মফিজ উদ্দিন স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আহাদুজ্জামান জানান, মাসুদ মিয়া মাদকাসক্ত ছিল। এ নিয়ে বাবা ও ভাইদের সঙ্গে প্রায়ই তার কথাকাটাকাটি হতো। গতকালও কথাকাটাকাটির একপর্যায়ে মফিজ উদ্দিন ও তাঁর বড় ছেলে মতিয়ার রহমান মাসুদকে লাঠি ও কোদাল দিয়ে মাথায় আঘাত করেন। এতে সে অচেতন হয়ে পড়ে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাবা মফিজ উদ্দিনকে আটক করা হলেও ভাই মতিয়ার রহমান এখনো পলাতক রয়েছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্যসাতদিনের সেরা