kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

শেরপুরে শিশুসহ দুজনের মৃতদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি   

৩ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশেরপুরের নকলা উপজেলায় পৃথক ঘটনায় শিশুসহ দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার ডাকাতিয়াকান্দা এলাকার ডোবার পানি থেকে এবং পৌর শহরের গ্রিন রোড এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

জানা গেছে, গতকাল সকাল ১১টার দিকে ডোবার পানিতে দেড় বছর বয়সী কুলসুমের লাশ ভেসে থাকতে দেখে তা উদ্ধার করা হয়। সে ডাকাতিয়াকান্দা এলাকার কিতাব উদ্দিনের মেয়ে। পাঁচ ভাই-বোনের মধ্যে সে সবার ছোট ছিল।

এদিকে নকলা পৌর শহরের গ্রিন রোড এলাকায় আমগাছের ডালের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে সোহেল রাজভর (৩০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গতকাল সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ জানান, পৃথক লাশ উদ্ধারের ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা