kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

সুন্দরগঞ্জে এরশাদ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি   

৩ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগাইবান্ধার সুন্দরগঞ্জে ‘পল্লীবন্ধু এরশাদ হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম হায়দার পাটোয়ারী।

উপজেলার বামনডাঙ্গা-রংপুর আঞ্চলিক মহাসড়কের পাশে রামদেব গ্রামে স্থানীয় এমপির অর্থায়নে ৫০ শয্যার বেসরকারি হাসপাতালটি নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমার শিক্ষানুরাগী বাবা সুন্দরগঞ্জের মানুষকে অনেক ভালোবাসতেন। তাই এ অঞ্চলে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান করে গেছেন।’ তিনি আরো বলেন, ‘আমি এরশাদ স্যারকে অনেক বেশি ভালোবাসি। তিনিও আমাকে অনেক স্নেহ করতেন। তাই আমার প্রস্তাবিত হাসপাতাল তাঁর নামে করেছি। সবার দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ হাসপাতাল। আশা করছি আগামী বছরের মধ্যেই হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারব।’

প্রধান অতিথির বক্তব্যে জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘গাইবান্ধার মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ। এখানে এসে আমার মামার বাড়ির কথা মনে পড়ছে। এ রকম সবুজেঘেরা একটি গ্রামে আমার শৈশব কেটেছে।’ তিনি বলেন, ‘এখানকার মানুষরা কঠোর পরিশ্রমী। তারা প্রতিনিয়ত নদীর সঙ্গে লড়াই করে বেঁচে আছে। আমার দেশ আপনাদের পাশে ছিল, সব সময় থাকবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও সোলেমান আলী, আরএমও ডা. বিশেশ্বর রায়, ওসি এস এম আবদুস সোবহান প্রমুখ।

 

মন্তব্য