kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

আজ চাঁদ দেখা কমিটির বৈঠক

সৌদিতে ঈদ ১১ আগস্ট

কালের কণ্ঠ ডেস্ক   

২ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ শুক্রবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকে ১৪৪০ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে আগামী ১১ আগস্ট (রবিবার) সৌদি আরবে উদ্‌যাপন হবে পবিত্র ঈদুল আজহা। গতকাল চাঁদ দেখা যাওয়ায় সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। সেই হিসাবে বাংলাদেশে এক দিন পর, অর্থাৎ ১২ আগস্ট সোমবার ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। হিজরি সন অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্‌যাপন করা হয়।

গতকাল ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু হবে। বাংলাদেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন বা ফ্যাক্সের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর—৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ ও ৯৫৫৯৪৯৩। ফ্যাক্স নম্বর ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

মন্তব্যসাতদিনের সেরা