kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

টঙ্গীতে স্কুলছাত্র মুন্না হত্যার বিচার দাবিতে মানববন্ধন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি   

২ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটঙ্গীর গাজীপুরা চন্দ্রিমা সোসাইটি এলাকায় স্কুলছাত্র তসিফুল ইসলাম মুন্নার (১৪) হত্যাকারীদের শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধনের পর মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা নৃশংস এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে বক্তব্য দেন কাজী নূরুল আমিন বাবু, কাজী নাজমুল আলম, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, নিহত মুন্নার বাবা মিজানুর রহমান ও মা হামিদা আক্তার।

মন্তব্যসাতদিনের সেরা