kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

ফেনীর ৪ সাংবাদিককে আত্মসমর্পণে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   

২ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফেনীর চার সাংবাদিককে চার সপ্তাহের মধ্যে ফেনীর আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের দুই সদস্যবিশিষ্ট বেঞ্চ। একই সঙ্গে নির্ধারিত এ সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার ও হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

চার সাংবাদিক হলেন দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনীর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক অধিকার প্রতিনিধি ও অনলাইন পোর্টাল ফেনী রিপোর্টের সম্পাদক এস এম ইউসুফ আলী, বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের নিজস্ব প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম এবং দৈনিক সময়ের আলো প্রতিনিধি ও দৈনিক স্টার লাইনের নিজস্ব প্রতিবেদক মাঈন উদ্দিন পাটোয়ারী।

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি মোয়াজ্জেম হোসেন গড়িমসি করছিলেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম সরকার তাঁর পক্ষে অবস্থান নিয়েছিলেন—এমন অভিযোগ এনে স্থানীয় সাংবাদিকরা নিয়মিত প্রতিবেদন প্রকাশ করতে থাকেন।

মন্তব্যসাতদিনের সেরা