kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

বঙ্গবন্ধুর সমাধিতে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ প্রতিনিধি   

২ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তাঁর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গবন্ধুর সমাধিস্থলে যান।

শ্রদ্ধা নিবেদন শেষে রবার্ট মিলার সাংবাদিকদের বলেন, প্রথমবারের মতো তিনি বাংলাদেশের জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছেন। এখানে এসে শ্রদ্ধা জানাতে পেরে তিনি গর্বিত।

এ সময় জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী সহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খানসহ প্রশাসনের কর্মকর্তারা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

পরে বিকেলে স্থানীয় সার্কিট হাউসে প্রতিনিধিদলটি গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময়সভায় যোগ দেয়।

মন্তব্যসাতদিনের সেরা