kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

প্রতিবাদী নুসরাতকে পুড়িয়ে হত্যা

পোড়া চামড়ার পরীক্ষকসহ ৬ জনের সাক্ষ্য

ফেনী প্রতিনিধি   

২ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপোড়া চামড়ার পরীক্ষকসহ ৬ জনের সাক্ষ্য

সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির পোড়া চামড়ার নমুনা পরীক্ষা করে প্রতিবেদন দেন সিআইডির ফরেনসিক অ্যানালিস্ট মো. আশ্রাফুল আলম। গতকাল বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে তিনি সাক্ষ্য দেন। তিনি আদালতে বলেন, গত ৯ মে তিনি পরীক্ষার জন্য ওই নমুনা পেয়েছিলেন এবং পরীক্ষা শেষে ১৩ মে এ বিষয়ে একটি মতামত দেন। এতে তিনি নুসরাতের শরীর পোড়ে দাহ্য পদার্থ কেরোসিনে—এ কথা উল্লেখ করেন। ওই মতামতের মধ্যে তাঁর (আশ্রাফুল) জ্যেষ্ঠ সহকর্মী উপপ্রধান অ্যানালিস্ট (ডিএনএ) আহম্মদ ফেরদৌস একটি ফরওয়ার্ডিং নোট দেন। এ ছাড়া সাক্ষ্য দেন ঢাকার শাহবাগ থানার এসআই মো. সামছুর রহমান। গতকাল আরো সাক্ষ্য দেন ঢাকার শাহবাগ থানার কনস্টেবল মো. রমজান আলী, পিবিআই, ফেনীর এএসআই সজীব হোসেন, এএসআই বিল্লাল হোসেন ও কনস্টেবল মো. আলমগীর হোসেন।

মন্তব্যসাতদিনের সেরা