kalerkantho

শনিবার । ৪ আশ্বিন ১৪২৭। ১৯ সেপ্টেম্বর ২০২০। ১ সফর ১৪৪২

গৌরীপুরে নারী ইউপি সদস্যকে মারধর!

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের গৌরীপুরে নারী ইউপি সদস্য মুর্শিদা বেগমকে (৪১) মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে কাউরাট গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় মইলাকান্দা ইউপি চেয়ারম্যানের নির্দেশে তাঁর চাচা এ ঘটনা ঘটিয়েছেন বলে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

মুর্শিদা মইলাকান্দা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য। তাঁর ভাষ্য, গতকাল সকালে কাউরাট গ্রামে ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদের বাড়িতে তিনি যান। একপর্যায়ে কয়েকটি অনিয়মের কথা জানতে চাইলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাঁকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় মুর্শিদা প্রতিবাদ করলে চেয়ারম্যান রিয়াদ তেড়ে আসেন। পরে রিয়াদ তাঁর চাচা লিয়াকত আলীকে ডেকে আনেন। এ সময় মুর্শিদার বুকে ঘুষি মারেন লিয়াকত। এতে মাটিতে পড়ে যান ওই নারী ইউপি সদস্য।

মন্তব্যসাতদিনের সেরা