kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

বুড়িগঙ্গাতীরে উচ্ছেদ, মামলা

নিজস্ব প্রতিবেদক   

২৪ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনদীতীর দখলমুক্ত করতে পরিচালিত অভিযানে গতকাল মঙ্গলবার ভাঙা পড়েছে প্রায় অর্ধশত স্থাপনা। নারায়ণগঞ্জের আলীগঞ্জ খেলার মাঠ থেকে ফতুল্লা মেঘনা পেট্রোলিয়াম পর্যন্ত দিনভর এই অভিযান চালায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।

অভিযানের ৪৯তম কার্যদিবসে গতকাল অবৈধ দখল হিসেবে আগে থেকেই চিহ্নিত করা এসব স্থাপনা গুঁড়িয়ে দিয়ে অবমুক্ত করা হয় দুই একর জায়গা।

অভিযানকালে ফতুল্লায় একটি কয়লা ও পাথরের ব্যবসাকেন্দ্র উচ্ছেদকালে আটক করা হয় আব্দুল হান্নান নামের একজনকে। তিনি নদীর তীর ভরাট ও দখল করে ব্যবসা করে আসছিলেন বলে অভিযোগ। এ সময় তাঁর ভাই আব্দুর রশিদ পালিয়ে যান। অভিযুক্ত এ দুজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়।

বিআইডাব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, ‘নদীর জমি নদীকে ফিরিয়ে দিতে উচ্ছেদ অভিযান চলবে।

 

 

 

মন্তব্যসাতদিনের সেরা