kalerkantho

শুক্রবার । ১০ আশ্বিন ১৪২৭ । ২৫ সেপ্টেম্বর ২০২০। ৭ সফর ১৪৪২

প্রিয়া সাহা ইস্যু

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রসচিবের

কূটনৈতিক প্রতিবেদক   

২৪ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশে সংখ্যালঘু কমে যাওয়ার বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিতর্কিত প্রিয়া সাহা ইস্যুতে গতকাল মঙ্গলবার ঢাকায় বৈঠক করেছেন পররাষ্ট্রসচিব শহীদুল হক ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার। জানা গেছে, যুক্তরাজ্য সফর শেষে গতকাল ঢাকায় ফিরেই পররাষ্ট্রসচিব ডেকে পাঠান মার্কিন রাষ্ট্রদূতকে। পরে তাঁরা অনির্ধারিত বৈঠক করেন। বৈঠকে প্রিয়া সাহার ব্যাপারে রাষ্ট্রদূত মিলার যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে প্রিয়া সাহা অভিযোগ করেন, বাংলাদেশ থেকে তিন কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্ট ধর্মাবলম্বী নিখোঁজ হয়ে গেছে। এ বিষয়ে গত শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূতের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। পরে যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি সূত্র কালের কণ্ঠকে জানায়, যুক্তরাষ্ট্র তাদের কোনো অনুষ্ঠানে কারো মত প্রকাশে বাধা দেয় না। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রিয়া সাহার বক্তব্য প্রত্যাখ্যান করেছে।

 

মন্তব্যসাতদিনের সেরা