kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

বরিশালে কাভার্ড ভ্যানের চাপায় মৃত্যু

১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক   

২৪ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবরিশালে কাভার্ড ভ্যানের চাপায় নিহত পুলিশ সার্জেন্ট গোলাম কিবরিয়ার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গতকাল মঙ্গলবার এ রিট আবেদন করেন নিহত গোলাম কিবরিয়ার বাবা মো. ইউনুস আলী সরদার।

রিট আবেদনে স্বরাষ্ট্র এবং সড়ক ও যোগাযোগ সচিব, পুলিশের আইজি, পুলিশ কমিশনার (বরিশাল) ও যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী রবিবার এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী মো. ফাইজুল্লাহ।   

গত ১৫ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কর্ণকাঠি জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন কিবরিয়া। ওই সময় যমুনা গ্রুপের কাভার্ড ভ্যানচাপায় গুরুতর আহত হন তিনি। তাঁকে প্রথমে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

মন্তব্যসাতদিনের সেরা