kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

নান্দাইলে দুপক্ষের সংঘর্ষে আহত ৭ আটক ৪

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২৪ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গাংগাইল ইউনিয়নের তালজাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে। এদিকে সংঘর্ষের ঘটনার পরপরই ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল তালজাঙ্গা গ্রামের বাসিন্দা মোস্তাফা মীরের ছেলে সাদিকুল বাড়ির পাশের একটি গর্তে মাছ ধরছিল। এ সময় প্রতিবেশী বাচ্চু মিয়া, আল-আমিন ও রতন মিয়া সেখানে গিয়ে সাদিকুলকে মাছ ধরতে বাধা দিলে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় সাদেকুলের বাবা মোস্তাফা, ভাই মোবারক, মোশারফ ও সাদ্দাম হোসেন ঘটনাস্থলে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

 

মন্তব্যসাতদিনের সেরা