kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

পদ্মা সেতুর শেষ পাইল ড্রাইভের কাজ শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅবশেষে পদ্মা সেতুর পাইল ড্রাইভের কাজ শেষ হতে যাচ্ছে। এখন চলছে শেষ পাইল ড্রাইভের কাজ। কয়েক দিনের মধ্যে এটি শেষ হলে সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে। পদ্মার তলদেশে মাটির বৈচিত্র্যের কারণে পাইল ড্রাইভ নিয়ে শুরু থেকেই দেখা দিয়েছিল জটিলতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে মাওয়া প্রান্তে ৭ নম্বর খুঁটির কাজের উদ্বোধন করেছিলেন। সে সময় সেটিরও পদ্মার তলদেশে মাটির বৈচিত্র্যের কারণে পাইল ড্রাইভ করা সম্ভব হয়নি। তাই পাইল ড্রাইভ সরিয়ে নিতে জাজিরা প্রান্তে কাজ শুরু করা হয়। পরে বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পাইল ড্রাইভের ডিজাইন করতে হয়। পাইল ডিজাইন করতে দীর্ঘ সময় পেরিয়েও যায়। নানা জটিলতা কাটিয়ে অবশেষে ২৬ নম্বর পিলারের পাইল ড্রাইভের মাধ্যমে শেষ হতে চলেছে কাজ।

পদ্মা সেতুর একজন দায়িত্বশীল প্রকৌশলী জানান, সর্বশেষ পাইলটি গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থাপন শুরু হয়েছে। এরপর এটিতে ঝালাইয়ের কাজসহ কিছু আনুষঙ্গিক কাজ করা হবে। আশা করা যাচ্ছে, আগামী সোমবারের আগেই এ পাইল ড্রাইভের কাজ শেষে হবে।

মন্তব্যসাতদিনের সেরা