kalerkantho

রবিবার । ২১ জুলাই ২০১৯। ৬ শ্রাবণ ১৪২৬। ১৭ জিলকদ ১৪৪০

পুলিশের ভয় পেলে খালেদার মুক্তি অসম্ভব

নিজস্ব প্রতিবেদক   

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘জনগণ বলতে শুরু করেছে, কিছু কর্মসূচি দেন নেতারা। এখনো আন্দোলন করতে রাস্তায় নামার সাহস আমাদের সবারই আছে। আমাদের কৌশল নিতে হবে, রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। মানুষ আমাদের সঙ্গে আছে। পুলিশকে ভয় পেয়ে যদি আমরা ঘরে বসে থাকি তাহলে দেশনেত্রীর মুক্তি অসম্ভব হয়ে পড়বে।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ নামক সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, ‘আমার সংগ্রামী মহাসচিব বলেছেন, সাহস হারানো যাবে না, ধৈর্য ধরতে হবে। কত দিন আমরা ধৈর্য ধরব?

সংগঠনের নেতা ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, আবদুস সালাম আজাদ, ফরিদা মনি শহীদুল্লাহসহ প্রমুখ।

মন্তব্য