kalerkantho

রবিবার । ২১ জুলাই ২০১৯। ৬ শ্রাবণ ১৪২৬। ১৭ জিলকদ ১৪৪০

দৃষ্টিপ্রতিবন্ধীরা অনশন ভেঙেছে

প্রধানমন্ত্রীর নির্দেশনা না পাওয়া পর্যন্ত চলবে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক   

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাকরিতে বিশেষ নিয়োগসহ ছয় দফা দাবিতে দৃষ্টিপ্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীরা আমরণ অনশন ভেঙেছে। তবে তাদের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্ট কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে তারা। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের ১২ নম্বর প্রবেশপথের পাশে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। চাকরিপ্রত্যাশী দৃষ্টিপ্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে গত বুধবার সকাল থেকে আমরণ অনশন শুরু করে তারা। গত ৭ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। তাদের দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে সংসদ ভবনের সামনে অনশনে বসে। গতকাল সমাজকল্যাণ মন্ত্রী ও এ-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়্যারম্যানের আশ্বাসে তারা অনশন ভেঙেছে।

মন্তব্য