kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

‘শিক্ষার্থীদের আন্দোলন উসকে দেন ফখরুল’

নিজস্ব প্রতিবেদক   

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ভিন্ন খাতে নিতে উসকানি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই কাজ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীও।

গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে দাখিল করা এক সিআর মামলার (নালিশি মামলা) প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সেন্টু মিয়া। মামলার বাদী ‘জননেত্রী পরিষদ’-এর সভাপতি এ বি সিদ্দিকী।

আদালত সূত্রে জানা গেছে, প্রতিবেদনের সঙ্গে মির্জা ফখরুলসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়। আবেদনটি করেন বাদীর আইনজীবী আবুল কালাম আজাদ। আদালত বাদীর উপস্থিতিতে এ বিষয়ে শুনানির জন্য ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

মন্তব্যসাতদিনের সেরা