kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

মাসব্যাপী সড়ক নিরাপত্তা অভিযান শুরু করল উবার

নিজস্ব প্রতিবেদক   

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসড়ক নিরাপত্তায় প্রকৌশল, জরুরি চিকিৎসাসেবা, ট্রাফিক আইন প্রয়োগ, জনসচেতনতাসহ আরো নানা বিষয়কে সামনে রেখে দেশে সড়ক নিরাপত্তা অভিযান শুরু করেছে উবার। গত বুধবার থেকে শুরু হওয়া এ অভিযানটি চলবে মাসব্যাপী। বুধবার দুপুরে বিশ্ব ক্রিকেটের ১ নম্বর অলরাউন্ডার এবং উবারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সাকিব আল হাসান ফেসবুকে একটি ভিডিও পোস্টের মাধ্যমে অভিযানটি শুরু করেন। উবার বাংলাদেশ দপ্তর জানায়, সড়ক নিরাপত্তার জন্য জনসাধারণের সচেতনতা বাড়ানো এবং রাস্তায় নিরাপত্তার সর্বোত্তম অনুশীলনের বিষয়ে যাত্রী ও চালকদের আরো মনোযোগী করাই এ অভিযানের প্রধান উদ্দেশ্য। যাত্রী ও চালকদের সামগ্রিক নিরাপত্তা জোরদার করতে অভিযানে বিনা মূল্যে চোখ পরীক্ষা, প্রশিক্ষণ কর্মশালা, উবার মটোচালকদের হেলমেট বিতরণ, সচেতনতা বাড়ানো ইত্যাদি কার্যক্রম অন্তর্ভুক্ত করা হবে। এ ব্যাপারে উবার বাংলাদেশের লিড জুলকার কাজী ইসলাম বলেন, ‘অসতর্কতা ও যথাযথভাবে সড়কের নিয়ম না মানার কারণে বেশির ভাগ দুর্ঘটনা ঘটে। তাই যাত্রী ও চালকদের আরো মনযোগী করে তোলাই আমাদের লক্ষ্য।’

মন্তব্যসাতদিনের সেরা