kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

বিএএফ-এর ইন্সট্রাক্টরসদের সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক   

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ বিমানবাহিনীর ৫৬তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্স ও চতুর্থ এভিয়েশন ইন্সট্রাক্টরস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিমানবাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুল, এরুলিয়া এয়ারফিল্ড, বগুড়াতে অনুষ্ঠিত হয়।

আইএসপিআর জানায়, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বিমানবাহিনীর সাতজন কর্মকর্তা এবং বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তা ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র অর্জন করেন।

মন্তব্যসাতদিনের সেরা