kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

সংসদে পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে অনন্য উচ্চতায়

নিজস্ব প্রতিবেদক   

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ও দিকনির্দেশনায় বিগত এক দশকে ভারতের সঙ্গে সুসম্পর্ক একটি নতুন উচ্চতায় আসীন হয়েছে। তবে উভয় দেশ নিকটতম প্রতিবেশী হওয়ায় উভয়ের মধ্যে বিভিন্ন ইস্যু থাকাটা অত্যন্ত স্বাভাবিক। আমাদেরও আছে। বাংলাদেশ পারস্পরিক বোঝাপড়া এবং সুপ্রতিবেশীসুলভ ও ইতিবাচক মনোভাব নিয়ে এগুলো সমাধানের প্রচেষ্টা চালাচ্ছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অধিবেশনে এসংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সদস্য পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ। জবাবে মন্ত্রী বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর উন্নয়নে আমাদের দুই দেশের ঐকান্তিক ইচ্ছার বিষয়টি অত্যন্ত স্পষ্ট। স্থলসীমানা ও সমুদ্রসীমার সমাধান, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং ছিটমহল বিনিময় আমাদের দুই দেশের মধ্যকার সদিচ্ছার সর্বোচ্চ প্রতিফলন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি বিপুল ভোটে পুনর্নির্বাচিত হওয়ায় আমাদের আশাবাদ দৃঢ়তর হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা