kalerkantho

রবিবার । ২১ জুলাই ২০১৯। ৬ শ্রাবণ ১৪২৬। ১৭ জিলকদ ১৪৪০

সংসদে বিরোধীদলীয় উপনেতা

উন্নয়ন চাই তবে গ্যাসের দাম বাড়িয়ে নয়

নিজস্ব প্রতিবেদক   

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগ্যাসের দাম হঠাৎ করে বাড়ানোয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। তিনি বলেছেন, ‘হঠাৎ করে গ্যাসের দাম কেন বাড়ানো হলো। আমরা উন্নয়ন চাই, কিন্তু গ্যাসের দাম বাড়িয়ে নয়। এটা আমার কথা নয়, জনগণের কথা।’

গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে সমাপনী ভাষণে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে তিনি আরো বলেন, ‘যেদিন বাজেট পাস হলো, সেদিন গ্যাসের দাম বাড়ানো হলো। গণশুনানিতে আপত্তি জানানোর পরও দেখা গেল গ্যাসের দাম বেড়ে গেল। আমরা যখন গ্যাসের দাম বাড়ালাম, তখন ভারত গ্যাসের দাম কমিয়ে দিল। সেখানে ঘরে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমিয়েছে।’ তিনি আরো বলেন, ‘আমাদের তো প্রাকৃতিক গ্যাস আছে। সেগুলো উত্তোলনের ব্যবস্থা আমরা করতে পারি। আমাদের গ্যাস দাম না বাড়িয়ে জনগণকে একটু রেহাই দেন।’ অসহায় শিক্ষকদের প্রতি মানবিকতার হাত বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়ে রওশন এরশাদ বলেন, ‘এমপিওভুক্তি থেকে বঞ্চিত শিক্ষকরা আন্দোলন করছেন। এই শিক্ষকদের প্রতি মানবিকতার হাত বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানাই।’ বিরোধীদলীয় উপনেতা বলেন, ‘দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে দিন-রাত পরিশ্রম করে তথ্য সরবরাহ করে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উন্নয়নে কোনো সরকার গুরুত্ব দেয় না। যদিও বর্তমান সরকারের সময় গণমাধ্যমকর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন করছে। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, সাংবাদিকদের ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়নের জন্য।’

মন্তব্য