kalerkantho

রবিবার । ২১ জুলাই ২০১৯। ৬ শ্রাবণ ১৪২৬। ১৭ জিলকদ ১৪৪০

মতলবে কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ২৪ লাখ টাকা লুট

চাঁদপুর প্রতিনিধি   

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাঁদপুরের মতলব বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংক শাখায় ডাকাতি হয়েছে। গত বুধবার রাতের কোনো এক সময়ে ডাকাতরা ব্যাংকের ভোল্টের তালা ভেঙে ২৪ লাখ ১১ হাজার ১০৫ টাকা ও ১০০ টাকা মূল্যের ২১টি প্রাইজবন্ড নিয়ে গেছে। এদিকে ডাকাতির ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ব্যাংকটির নাইট গার্ড মো. মোস্তফাকে (৪০) আটক করেছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংক ব্যবস্থাপক আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আমির হোসেন বলেন, ‘আমি ব্যাংকের ভোল্ট কক্ষের দরজা ও ভোল্টের তালা ভাঙা অবস্থায় দেখতে পাই।’

আমির হোসেন বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে ডাকাতির বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ব্যাংকের নাইট গার্ড মোস্তফাকে আটক করে। পরে কক্ষে ঢুকে সবকিছু এলোমেলো দেখি। ভোল্টে রক্ষিত ২৪ লাখ ১১ হাজার ১০৫ টাকা ও ১০০ টাকা মূল্যের ২১টি প্রাইজবন্ড নিয়ে গেছে ডাকাতরা।’ তিনি আরো বলেন, ‘ডাকাতির ঘটনার সময় নাইট গার্ড সম্ভবত ব্যাংকে ছিল না। নাইট গার্ডও এ বিষয়ে কিছু বলতে পারেনি। তবে অন্যান্য দিনের তুলনায় গতকাল ব্যাংকে টাকার পরিমাণ বেশি ছিল।’

মন্তব্য