মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি
টাঙ্গাইলের মির্জাপুরে প্রধান তিন রাজনৈতিক দলের তিন নেতার মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অর্থবিষয়ক সম্পাদক এস এ খান মন্টু (৬০) রাজধানীতে মারা যান। তাঁর বাড়ি মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে।
এর আগে মঙ্গলবার বেলা ৩টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উয়ার্শী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ হেল সাফি মারা যান। একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপির কেন্দ ীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীর বড় ভাই বিএনপি নেতা পনিরুজ্জামান ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মন্তব্য