kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

প্রয়াত এমপি রুশেমা ইমামের কুলখানি আজ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রয়াত এমপি রুশেমা ইমামের কুলখানি আজ

বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য রুশেমা বেগম ওরফে রুশেমা ইমামের কুলখানি আজ শুক্রবার বাদ আসর। মরহুমার ফরিদপুর শহরের দুই নম্বর হাবেলি গোপালপুরের বাড়িতে এ কুলখানির আয়োজন করা হয়েছে।

মরহুমার বড় ছেলে সাইফুল আহাদ সেলিম এ অনুষ্ঠানে যোগ দিতে আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

রুশেমা ইমাম এমপি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে মৃত্যুবরণ করেন।

রুশেমা বেগম এমপির মৃত্যুর খবর পেয়ে বুধবার তাঁর আত্মীয়-স্বজনকে সমবেদনা জানাতে ছুটে যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

বুধবার বাদ আসর ফরিদপুর পুলিশ লাইনস ময়দানে অনুষ্ঠিত মরহুমার জানাজায় অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাজ্জাক মোল্লা, মরহুমার বড় ছেলে সাইফুল আহাদ সেলিম, ছোট ছেলে আসাদুল আসাদসহ আওয়ামী লীগ ও বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ।

জানাজা শেষে তাঁকে শহরের কমলাপুর লাল মোড়সংলগ্ন ইমামবাগে পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম ইমামউদ্দিন আহমাদের কবরের পাশে দাফন করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা