kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

রাবিতে প্রকৌশল বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী প্রকৌশলবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। বিশ্ববিদ্যালয় প্রকৌশল অনুষদ এ সম্মেলনের আয়োজন করে।

আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, জাপান, স্পেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্য, আর্জেন্টিনা ও সুইডেনের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক অংশগ্রহণ করেন। সম্মেলনে উদ্বোধনী অধিবেশন ছাড়াও তিনটি কি-নোট, পাঁচটি ইনভাইটেড টক এবং ২৪টি টেকনিক্যাল সেশনে প্রায় চার শ প্রবন্ধ উপস্থাপিত হবে।

রাবি প্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. একরামুল হামিদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ, রাবি উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা