kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

বিএনপির এমপি জি এম সিরাজ শপথ নিলেন

নিজস্ব প্রতিবেদক   

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপির এমপি জি এম সিরাজ শপথ নিলেন

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির জি এম সিরাজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তাঁর শপথ নেওয়ার মধ্য দিয়ে চলতি সংসদে বিএনপির সদস্য সংখ্যা হলো ৭।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এবং বিএনপিদলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ, আমিনুল ইসলাম, মোশাররফ হোসেন, জাহিদুর রহমান জাহিদ ও রুমিন ফারহানা।

মন্তব্যসাতদিনের সেরা