kalerkantho

বুধবার  । ১৮ চৈত্র ১৪২৬। ১ এপ্রিল ২০২০। ৬ শাবান ১৪৪১

ময়মনসিংহে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ ত্রিশালে উদ্ধার

ব্রহ্মপুত্র নদে ভাসছিল লাশটি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি   

৭ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেময়মনসিংহে নিখোঁজ এক কলেজ শিক্ষার্থীর লাশ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের বিয়ারা গ্রামে ওই নদে তাঁর লাশ ভাসছিল।

নিহত ওই শিক্ষার্থীর নাম শামীম আকতার বাপ্পি (২৪)। তিনি গৌরীপুর উপজেলার ডোহাকলা ইউনিয়নের পায়রা গ্রামের জয়নাল আবদিন ওরফে জনাব আলীর ছেলে। জয়নাল ওই পরিষদের সাবেক চেয়ারম্যান।

ময়মনসিংহ শহরের আকুয়ায় খালার বাসায় থেকে নাসিরাবাদ কলেজে পড়তেন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।

ত্রিশাল থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১টার দিকে একটি ফোন কল পেয়ে খালার বাসা থেকে বের হন বাপ্পি। ওই সময় তাঁর মাও সেখানে ছিলেন। বিকেল ৩টার দিকে মা রওশন আরা বাপ্পিকে ফোন দিলে তিনি মাকে বলেন, ‘আমি গাঙ্গিনারপাড় আছি, আসতেছি।’ এরপর গত দুই দিনেও তাঁর সঙ্গে ফোনে বা অন্য কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গতকাল দুপুরে ত্রিশালের বিয়ারা গ্রামে ব্রহ্মপুত্র নদে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জাতীয় পরিচয়পত্র দেখে বাপ্পিকে শনাক্ত করা হয়। এরপর গৌরীপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে স্বজনরা ত্রিশাল থানায় এসে বাপ্পির লাশ শনাক্ত করে।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব আলী জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

 

মন্তব্যসাতদিনের সেরা