kalerkantho

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যুব মহিলা লীগের

নিজস্ব প্রতিবেদক   

৭ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে যুব মহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ ছাড়া দিনটি উপলক্ষে গতকাল শনিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। গতকাল সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে যুব মহিলা লীগ। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ওই সময় সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুব মহিলা লীগের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে ঢাকা মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন যুব মহিলা লীগের নেতাকর্মীরা অংশ নেয়।

যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল কালের কণ্ঠকে বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চীন সফর শেষে দেশে ফেরার পর গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফুলেল শ্রদ্ধা জানিয়েছি। এ সময় বঙ্গবন্ধুকন্যাও যুব মহিলা লীগের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন।’

মন্তব্যসাতদিনের সেরা