kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

চাঁদপুরে শিক্ষামন্ত্রী

দক্ষতা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি নজর দিয়েছে সরকার

চাঁদপুর প্রতিনিধি   

৭ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দক্ষতা ও মূল্যবোধ বাড়াতে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের প্রতি নজর দিয়েছে সরকার। তাই ভাষা, গণিত, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে তারা যেমন দক্ষতা অর্জন করবে তেমনি মানবিকতা, সততা, দেশপ্রেম-মূল্যবোধ, পরিবেশ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতায় নিজেদের প্রতিষ্ঠিত করবে শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এ সময় শিক্ষামন্ত্রী আরো বলেন, কারিগরি শিক্ষার প্রতিও সরকার গুরুত্ব দিয়েছে। সেই লক্ষ্যে স্কুল ও মাদরাসায় দুটি ট্রেডে কারিগরি শিক্ষা কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে চাঁদপুরে পৌঁছালে শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা