kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ ২৫ জুলাই

খুলনা অফিস   

৭ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে আগামী ২৫ জুলাই খুলনায় বিভাগীয় বিক্ষোভ-সমাবেশ করবে বিএনপি। গতকাল শনিবার সকাল ১১টার দিকে কে ডি ঘোষ রোডের বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি দলটির স্থায়ী কমিটির এক সভায় জুলাই মাসের মধ্যে দেশের আট বিভাগীয় শহরে কর্মসূচি পালনের সিদ্ধান্তের অংশ হিসেবে এ সমাবেশ চূড়ান্ত করা হয়েছে।

সভায় জানানো হয়, বিক্ষোভ সমাবেশের স্থান হিসেবে নগরীর শিববাড়ি মোড়, শহীদ হাদিস পার্ক, সোনালী ব্যাংক চত্বর ও ডাকবাংলো মোড়কে নির্বাচিত করা হয়েছে। তবে শেষ পর্যন্ত প্রশাসন যেখানে অনুমতি দেবে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হবে।

বক্তারা জানান, প্রতিহিংসার মামলার রায়ে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। এ ছাড়া দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গণধিকৃত বাজেট ঘোষণার পর থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, খাদ্যে ভেজালরোধে সরকারের ব্যর্থতা, ভ্যাট-ট্যাক্স আরোপের ফলে জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে ব্যর্থ সরকারের পদত্যাগ দাবিতে বিএনপি এসব কর্মসূচি পালন করবে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্ব ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্ত্তজা, জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট. বজলুর রহমান, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম প্রমুখ।

মন্তব্য