kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক   

১৭ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবয়সসীমা না রেখে কমিটি গঠনের দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের বিক্ষোভ করেছে ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ বিক্ষোভ সমাবেশ চলে। আজ সোমবারও একই জায়গায় বিক্ষোভ সমাবেশ করবেন বলে জানান নেতারা। বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আজকের মতো আমাদের কর্মসূচি শেষ করছি। আগামীকাল আবার শান্তিপূর্ণ অবস্থান নেব। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

সরেজমিনে দেখা যায়, সকালে বিক্ষুব্ধ ছাত্রনেতারা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। তবে গতকাল তাঁরা কার্যালয়ের মূল ফটকে তালা দেননি। পুরো সময়জুড়েই তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।

মন্তব্যসাতদিনের সেরা