kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

ডিআইজি মিজানের অবৈধ সম্পদ

বাছিরের স্থলে নয়া অনুসন্ধান কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ

নিজস্ব প্রতিবেদক   

১৩ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানের অবৈধ সম্পদের খোঁজে নয়া অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নারী নির্যাতনের অভিযোগে দেশজুড়ে সমালোচিত এই ডিআইজির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদকে নয়া অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান দুদকের কমিশনার ড. মোজাম্মেল হক খান।

এ ছাড়া কমিশনের ডেস্ক অফিসার ঋত্বিক সাহার সই করা এক চিঠিতে জানানো হয়েছে, দুদকের সদ্য বরখাস্ত হওয়া পরিচালক এনামুল বাছিরের পরিবর্তে মঞ্জুর মোর্শেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ২৩ মে ডিআইজি মিজানুর রহমানের অবৈধ সম্পদ অনুসন্ধান প্রতিবেদন জমা দিয়েছিলেন অনুসন্ধান কর্মকর্তা এনামুল বাছির। ওই অনুসন্ধান প্রতিবেদন আমলে নেয়নি দুদক। মিজানের বিরুদ্ধে পুনরায় অনুসন্ধান করবেন নতুন অনুসন্ধান কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ।

প্রসঙ্গত, ডিআইজি মিজানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ নানা দুর্নীতির অভিযোগে অনুসন্ধান করেন দুদক কর্মকর্তা এনামুল বাছির। তাঁর বিরুদ্ধে মিজান অভিযোগ করেন, দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে এনামুল বাছিরকে দুই দফায় ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছেন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা