kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

স্কুলবাস সেবা চালু করছে সিসিক

সিলেট অফিস   

১৩ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেট নগরের স্কুলগুলোর শিক্ষার্থীদের জন্য বাসসেবা চালু করতে যাচ্ছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। প্রাথমিকভাবে সিসিক পরিচালিত দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তিনটি বাস দিয়ে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু হচ্ছে। এটি সফল হলে নগরের অন্য স্কুলগুলোর জন্যও এ সেবা চালু করা হবে বলে।

সিলেট নগরে যানজটের জন্য যেসব কারণ দায়ী তার অন্যতম নগরের অভিজাত স্কুলগুলো। স্কুল বাস সার্ভিস চালু হলে এই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী সিটি করপোরেশন।

সিসিক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য ২৫ আসনের তিনটি বাস চালু করা হবে। শুরুতে সিটি করপোরেশনের পরিচালনাধীন বিরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় ও চারাদিঘীর পাড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করবে এসব বাস। এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবে।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বাস সার্ভিস চালু হচ্ছে। এটি সফল হলে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা