kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

কারামুক্তির ১১ বছর

শেখ হাসিনাকে শুভেচ্ছা নেতাদের

কালের কণ্ঠ ডেস্ক   

১২ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশেখ হাসিনাকে শুভেচ্ছা নেতাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল গণভবনে তাঁকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ নেতারা। ছবি : ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তির ১১তম বর্ষপূর্তি উপলক্ষে দলটির নেতারা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল  দুপুরে গণভবনে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ফুলের তোড়া দিয়ে শেখ হাসিনাকে এই ফুলেল শুভেচ্ছা জানান। দলের জ্যেষ্ঠ নেতারা প্রথমে ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান, পরে সহযোগী সংগঠনের নেতাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বেগম মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট সাহারা খাতুন ও আব্দুল মতিন খসরু।

এ সময় ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, ড. হাছান মাহমুদ, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হক চৌধুরী নওফেল, শ ম রেজাউল করিম, ড. আব্দুস সোবহান গোলাপ, হাবিবুর রহমান সিরাজ, মির্জা আজম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন উপস্থিত ছিলেন।

পরে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্রধানমন্ত্রীকে আলাদাভাবে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়। সূত্র : বাসস।

মন্তব্যসাতদিনের সেরা