kalerkantho

বৃহস্পতিবার । ১৮ জুলাই ২০১৯। ৩ শ্রাবণ ১৪২৬। ১৪ জিলকদ ১৪৪০

নড়াইলে ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, শেষে হত্যা

নড়াইল প্রতিনিধি   

৪ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনড়াইলের লোহাগড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ শেষে হত্যার অভিযোগ উঠেছে। গত রবিবার সন্ধ্যায় পুলিশ লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নূপুরের (১৪) লাশ উদ্ধার করে। নূপুর নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামের হিরু বিশ্বাসের মেয়ে। সে আর কে কে জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর চাপে এ ঘটনায় লোহাগড়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। এদিকে লোহাগড়ার পোদ্দারপাড়া থেকে পুলিশ বাড়িওয়ালা মিনিকে আটক করলেও ধর্ষকরা পালিয়েছে। নূপুরের চাচা বাচ্চু বিশ্বাস ও আব্দুল করিম অভিযোগ করেন, গত ২৬ মে বাড়ি থেকে প্রাইভেট পড়তে গিয়ে নূপুর আর ফেরেনি।

মন্তব্য