kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

মুক্তিযোদ্ধাদের নিয়ে অপ্রীতিকর মন্তব্য শিক্ষার্থীকে শোকজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২১ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে অপ্রীতিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ওই ঘটনায় গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের (৪৪তম ব্যাচ) শিক্ষার্থী মো. তারেকুল ইসলাম শাকিলের বিরুদ্ধে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ‘মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড জাবি শাখা’।

গতকাল সকালে সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসান অভি ও সদস্যসচিব রতন বিশ্বাসের লিখিত অভিযোগপত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজ উল হাসান বলেন, ‘আমরা তাকে কারণ দর্শানোর বিজ্ঞপ্তি দিয়েছিলাম। সে সাথে সাথেই উত্তর দিয়েছে। এখন শৃঙ্খলা বোর্ডে এটা নিয়ে প্রতিবেদন দেব।’

অভিযোগে বলা হয়, ফেসবুকে শাকিল দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বাজে মন্তব্য করেন। আগেও তিনি মন্তব্য করলে তাঁকে সতর্ক করা হয়েছিল।

এ প্রসঙ্গে জানতে মো. তারেকুল ইসলাম শাকিলকে ফোন করা হলেও পাওয়া যায়নি।

মন্তব্যসাতদিনের সেরা