kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

তথ্যমন্ত্রীকে সংবাদপত্র শ্রমিক-কর্মচারীদের স্মারকলিপি

ওয়েজ বোর্ড প্রজ্ঞাপনসহ ১০ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক   

১৬ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্স ১০ দফা দাবিসংবলিত যৌথ গতকাল বুধবার স্মারকলিপি দিয়েছে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গতকাল দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে দুটি সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেন। এ সময় তিনি বলেন, সংবাদপত্র কর্মচারী ও প্রেস শ্রমিকরা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অংশ। সংবাদপত্র প্রকাশ ও মানুষের কাছে তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা প্রশংসার দাবিদার।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্স সভাপতি আলমগীর হোসেন খান প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা