kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

সিলেটে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে সংঘর্ষ

সিলেট অফিস   

১৬ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে আওয়ামী লীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগ নেতার অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ, গোলাগুলি ও ককটের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরের কুয়ারপাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে আধিপত্য নিয়ে বিরোধ থেকে প্রতিপক্ষের হামলায় আহত হন কুয়ারপাড় এলাকার ছাত্রলীগকর্মী নয়ন আহমদ (২০)। এই ঘটনার জেরে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তেলিহাওর গ্রুপের উপগ্রুপ কুয়ারপাড় এলাকার ছাত্রলীগ নেতা ইমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আফসর আজিজের অনুসারী শাকিল আহমদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া থেকে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় কুয়ারপাড় মোড়ে অবস্থিত বন্ধন সমবায় সমিতির কার্যালয় এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলমের একটি রেস্তোরাঁ ভাঙচুরের ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষের সময় বেশ কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটে।

মন্তব্যসাতদিনের সেরা