kalerkantho

সোমবার । ২৪ জুন ২০১৯। ১০ আষাঢ় ১৪২৬। ২০ শাওয়াল ১৪৪০

বিএসএমএমইউ

চাকরিপ্রার্থী চিকিৎসকদের অবস্থান কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক   

১৪ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০০ জন চিকিৎসক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে দুই দিন ধরে চলা অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন চাকরিপ্রার্থী চিকিৎসকরা। আজ মঙ্গলবার এ বিষয়ে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৈঠক করবেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এর আগে গত ২০ মার্চ ১৮০ জন মেডিক্যাল অফিসার ও ২০ জন ডেন্টাল সার্জনের পদে ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেন আট হাজার ৫৫৭ জন চিকিৎসক। গত রবিবার ওই পরীক্ষার ফলাফল প্রকাশে ৭১৯ জন মেডিক্যাল অফিসার ও ডেন্টালের ৮১ জন মিলে মোট ৮২০ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। চূড়ান্ত নিয়োগের লক্ষ্যে তাঁদের ৫০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তবে রবিবার ফলাফল প্রকাশের পর থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হননি—এমন এক দল চিকিৎসক উপাচার্য কার্যালয়ের কাছে অবস্থান নেন।

মন্তব্য