kalerkantho

রবিবার । ২৬ জানুয়ারি ২০২০। ১২ মাঘ ১৪২৬। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪১     

চাঁদপুরে জেলেদের হামলায় দুই কর্মকর্তা আহত!

চাঁদপুর প্রতিনিধি   

২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাঁদপুরের মেঘনায় জাটকা রক্ষা অভিযানে গিয়ে জেলেদের হামলায় দুই সরকারি কর্মকর্তা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মেঘনার চাঁদপুর-শরীয়তপুর সীমান্ত এলাকার কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ অভিযোগে ১৭ জেলেকে আটক করা হয়েছে। ৬৭টি নৌকা ও জাটকাসহ জব্দ করা হয়েছে প্রায় চার লাখ মিটার কারেন্ট জাল।

অভিযোগ অনুযায়ী আহত দুই কর্মকর্তা হলেন—জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান। আব্দুল্লাহ আল মাহমুদ জানান, রাতে নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ পুলিশ নিয়ে অভিযান পরিচালনার সময় নদীতে এ হামলার ঘটনা ঘটে। পরে নৌ পুলিশ ও কোস্টগার্ড সাত রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি শান্ত হয়।

মন্তব্যসাতদিনের সেরা