kalerkantho

সোমবার। ২৭ মে ২০১৯। ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬। ২১ রমজান ১৪৪০

সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মাথাব্যথা নেই যুক্তরাষ্ট্রের

সিলেট অফিস   

১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি দেখে সেখানকার লোকজন বরং বাংলাদেশে বিনিয়োগ বাড়াতেই আগ্রহী।’ গতকাল বুধবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় তিন দিনব্যাপী টাটা গাড়ির গ্র্যান্ড মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ নিয়ে সতর্কতা জারি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি নিয়ে শঙ্কিত হওয়ার বা চিন্তার কিছু নেই। একটি ফেসবুকের পোস্ট দেখে যুক্তরাষ্ট্র এই সতর্কতার নোটিশ দিয়েছে।’

নিটল মোটরসের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠান শেষে ‘নগর এক্সপ্রেস’ নামে সিটি বাস সার্ভিসের উদ্বোধন করে ড. মোমেন।

গতকাল দুপুরে সিলেট আসেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য